Are you looking to find a Martial Arts School around you? Try dojos.info. There are over 30 thousand Martial Arts Schools that you can search by location, style, name etc. For Canada, see dojos.ca and dojos.com.au for Australia.
For Martial Arts Schools in UK, try UK's Dojo Directory.
বিজ্ঞানের রাজ্যে কী ও কেন আব্দুল কাইয়ুম ISBN 984 70220 1007 2 2009 158pp 215x136mm HB Tk.200.00
আচ্ছা, বলুন তো বৃষ্টির ফোঁটাগুলো গোল কেন? কিংবা কম্বলের চেয়ে লেপ বেশি গরম কেন? কেন সমুদ্রের তীরে বেশি নারিকেল গাছ দেখা যায়? অথবা মরুভূমির দেশে কেন দিনে খুব গরম, আবার রাতে খুব শীত? এ রকম হাজারো প্রশ্ন প্রতিদিন আমাদের পরিবারের শিশু-কিশোরেরা করে থাকে। কিন্তু এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমরা অনেক সময় এড়িয়ে যাই। কখনো আবার আমরা বিরক্ত হই। ফলে তাদের জানার আগ্রহ কমে যায়। জ্ঞান অর্জনের পথে এটা এক বড় বাধা। অথচ তাদের সব প্রশ্নেরই বিজ্ঞানসম্মত উত্তর রয়েছে। সহজ ভাষায় এসব প্রশ্নের ব্যাখ্যা বুঝিয়ে বললে শিশুদের সৃজনশীলতা বাড়ে। এতে তারা আÍবিশ্বাসী হয়ে ওঠে। ব্যক্তিত্ব গঠনে এর প্রয়োজনীয়তা অপরিসীম। সব শিশুর অন্তরে যে বিজ্ঞানী-মন লুকিয়ে আছে, তাকে জাগিয়ে তুলতে এ বইটি সাহায্য করবে। আব্দুল কাইয়ুম যে যুগে বড় হয়েছেন, সেসময় কম্পিউটার ছিল না। কিন্তু এ জন্য তাঁর জানার আগ্রহ দমে যায়নি। বাসায় ছিল এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও দশ খণ্ডের শিশু ভারতী। আর ছিল পড়াশোনা ও জানাবোঝার অনুকূল এক পরিবেশ। সেখান থেকেই শুরু হয় জ্ঞান আহরণ। আগাগোড়া মেধাবী ছাত্র। বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতেন, যদিও বাস্তব জীবনে সেটা আর হয়ে ওঠেনি, হয়েছেন সাংবাদিক। কিন্তু তাতে কিছু যায়-আসে না। বিজ্ঞানের বিষয় নিয়ে পড়াশোনা তাঁর আজও অব্যাহত। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৫ সালে এসএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে øাতক (সম্মান) ও øাতকোত্তর। ঢাকা কলেজে পড়ার সময় একঝাঁক মেধাবী শিক্ষার্থীর সঙ্গে আইয়ুববিরোধী আন্দোলনের কর্মী হয়ে ওঠেন। যোগ দেন মুক্তিযুদ্ধে। দেশ ও দেশের মানুষের জন্য বাম রাজনীতিতে যুক্ত ছিলেন। ছাত্রজীবন থেকেই লেখালেখির চর্চা। একটি ছাত্রসংগঠনের মুখপত্র সাপ্তাহিক জয়ধ্বনির সম্পাদক ছিলেন। পরে সাংবাদিকতায় যোগ দেন। নিয়মিত রাজনৈতিক কলাম লেখার পাশাপাশি অবিরাম লিখে চলেছেন বিজ্ঞানের নানা টুকিটাকি; কোনটা কেন ঘটে, কী তার বৈজ্ঞানিক ব্যাখ্যা ইত্যাদি। তাঁর এসব লেখা সংকলিত করে কয়েকটি বই বেরিয়েছে। বর্তমানে তিনি দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক।