Are you looking to find a Martial Arts School around you? Try dojos.info. There are over 30 thousand Martial Arts Schools that you can search by location, style, name etc. For Canada, see dojos.ca and dojos.com.au for Australia.
For Martial Arts Schools in UK, try UK's Dojo Directory.
মাটি ও মানুষের উপাখ্যান ইমদাদুল হক মিলন ISBN 984 05 0259 X 2003 346pp 215x136mm HB Tk.220.00
ইমদাদুল হক মিলন তাঁর পরাধীনতা এবং নূরজাহান-এর মতো উপন্যাস লিখে বাংলা কথাসাহিত্যে নিজের অবস্থান ইতোমধ্যেই স্থায়ী করেছেন। প্রথম উপন্যাস যাবজ্জীবন থেকেই বাংলাদেশের গ্রামীণ জীবন, বিশেষ করে, মুন্সিগঞ্জ-বিক্রমপুর অঞ্চলের মানুষের জীবনের খুঁটিনাটি বিষয়-আশয় অত্যন্ত নিপুণতার সাথে তাঁর সাহিত্যে তুলে ধরেছেন। আঞ্চলিক ভাষাকে দিয়েছেন বাঙময়তা ও বিশেষ মাত্রা। বর্তমান গ্রন্থ মাটি ও মানুষের উপাখ্যান ইমদাদুল হক মিলনের বাঁকাজল, নদী উপাখ্যান, ভূমিপুত্র, ভূমিকা, এক দেশে ও টোপ Ñ এই ছয়টি উপন্যাসের সংকলন। উপন্যাসগুলো বাংলাদেশের গ্রামীণ জীবনকে ঘিরে রচিত। ইমদাদুল হক মিলন এই ছয়টি উপন্যাসে গ্রামবাংলার মাটিঘেঁষা মানুষ, তাদের দৈনন্দিন জীবন-আচরণ ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধের ছবি অত্যন্ত হৃদয়গ্রাহী এবং মায়াবী ভাষায় তুলে ধরেছেন। প্রতিটি উপন্যাসের চরিত্র ও প্রেক্ষাপট ভিন্ন। গ্রামবাংলাকে নিয়ে এমন স্বাচ্ছন্দ বিচরণ সমসাময়িক বাংলা সাহিত্যে সচরাচর দৃষ্টিগোচর হয় না। তাই মাটি ও মানুষের উপাখ্যান আমাদের সাহিত্য ভাণ্ডারে একটি অনন্য সংযোজন বলে পাঠকের কাছে বিবেচিত হবে বলে আশা করা যায়। ইমদাদুল হক মিলনের জন্ম ১৯৫৫ বিক্রমপুরে। অনার্সসহ অর্থনীতিতে øাতক। প্রথম রচনা, ছোটদের গল্প বন্ধু প্রকাশিত হয় ১৯৭৩ সালে। প্রথম উপন্যাস যাবজ্জীবন বাংলা একাডেমী সাহিত্য পত্রিকা উত্তরাধিকার-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৯৭৬ সালে। ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত কাটিয়েছেন জার্মানীতে। সেই অভিজ্ঞতাপ্রসূত রচনা পরাধীনতা মিলনকে খ্যাতির শীর্ষে পৌঁছিয়ে দেয়। অবশ্য প্রথম গ্রন্থ ভালবাসার গল্প (১৯৭৭) থেকেই তিনি বিপুলভাবে সংবর্ধিত, পাঠকপ্রিয়। উপন্যাস ও ছোট গল্প সংকলন মিলিয়ে এ যাবত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পর্যন্ত অনেক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন ১৯৯২ সালে। ইউপিএল থেকে প্রকাশিত তাঁর অপর বইÑ ছোট গল্পের সংকলন গোপন দুয়ার।